• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গাজায় বেঁচে থাকার সংগ্রামে লাখ লাখ মানুষ

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০২:০৩ এএম

গাজায় বেঁচে থাকার সংগ্রামে লাখ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

গাজার দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের মধ্যে আশ্রয়হীন আর ক্ষুধার্ত লাখ লাখ মানুষ বেঁচে থাকার চেষ্টা করছে।

উত্তরাঞ্চল থেকে পালিয়ে আসা এক ব্যক্তি বিবিসিকে বলেন, বেঁচে থাকার জন্য যা দরকার তার কিছুই আমাদের কাছে নেই। আমরা আস্তাঁকুড়ে বসবাস করছি। এখান থেকে সরে গেলে আমরা মারা যাবো।

কর্মীরা বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ সরিয়ে নিতে কাজ করছে। বাথরুমের ব্যবস্থা খুবই কম। সেখানে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

খাবার থাকলেও সেটি পর্যাপ্ত নয়। খান ইউনিস শহরে রাস্তার পাশে বড় একটি পাত্রে স্যুপ আর ভাত রান্না করছেন আমির। যে শহরটিতে এক সময় চার লাখ বাসিন্দা ছিলো, সেখানে এখন প্রায় ১০ লাখ মানুষের ব্যবস্থা করতে হচ্ছে।

আমির বলেন, তিনি যা রান্না করছেন তা খুব বেশি হলে দুই হাজার মানুষের খাবার হবে। এই সংখ্যা সহায়তা প্রয়োজন এমন মানুষের একটি সামান্য অংশ মাত্র।

জাতিসংঘ বলেছে, প্রায় ১০ লাখ ফিলিস্তিনি যারা তাদের বাড়িঘর ছেড়ে এসেছে তাদের জরুরী ভিত্তিতে খাবার, পানি এবং জ্বালানি দরকার।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ