
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪, ০১:৫৪ এএম
শুক্রবার (২৬ জানুয়ারি) নেদারল্যান্ডসের দ্য হেগে গাজায় গণহত্যা মামলায় রুল জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা নিয়ে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় রুল জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এতে গাজায় গণহত্যা বন্ধে সম্ভাব্য সব ব্যবস্থা নেয়ার জন্য ইসরাইলকে নির্দেশ দেয়া হয়েছে।
শুনানি শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর শুক্রবার (২৬ জানুয়ারি) রুল জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রুলে যেসব পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে ইসরাইলকে গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান স্থগিত করার নির্দেশ।
আদালত আরও বলেছেন, ইসরাইলকে এটা নিশ্চিত করতে হবে যে, তার বাহিনী গণহত্যা চালাচ্ছে না এবং হামলার ফলে গাজায় যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে তার উন্নতিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
কি পদক্ষেপ নেয়া হলো ও পরিস্থিতির কতটুকু উন্নতি হলো সে ব্যাপারে ইসরাইলকে আগামী এক মাসের মধ্যে আদালতে রিপোর্ট করতে হবে বলে রুলে বলা হয়েছে।
সাজেদ/