• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
বিবিসি ও সিবিএস

ইরানের ওপর ইসরাইলি হামলা নিয়ে যেসব তথ্য জানা যাচ্ছে

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০৩:২৫ পিএম

ইরানের ওপর ইসরাইলি হামলা নিয়ে যেসব তথ্য জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি ভূখণ্ডে গত সপ্তাহে তেহরানের নজিরবিহীন হামলার ছয়দিনের মাথায় একটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত করেছে। এ ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত যা যা জানা যাচ্ছে তা নিম্নে উল্লেখ করা হচ্ছে। 

*মার্কিন কর্মকর্তারা বিবিসি’র যুক্তরাষ্ট্রের সহযোগী সিবিএস নিউজকে জানিয়েছে, একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনছে। শুক্রবার সকালে ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানের চারপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

*ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার মাধ্যমে তিনটি ড্রোনকে ধ্বংস করা হয়েছে

*ইসফাহান প্রদেশের একজন সেনা জেনারেলকে উদ্ধৃত করে তারা বলেছে, এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

*ইসফাহান প্রদেশে একটি বিশাল বিমানঘাঁটি আছে। সেইসাথে, সেখানে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও কয়েকটি পারমাণবিক স্থাপনাও রয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইই বলেছে, পারমাণবিক স্থাপনাগুলোর কোনও ক্ষতি হয় নি।

*পেন্টাগন ও ইসরায়েলের সেনাবাহিনী, উভয়ই এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি

ঘটনার সূত্রপাত

*শনিবার রাতে ইসরায়েল যখন বলেছিলো যে তারা ইসরায়েলের ওপর ইরানের করা হামলার জবাব দিবে, সেই থেকেই ইরানে সর্বোচ্চ সতর্কতা বিরাজ করছিল

*১৩ই এপ্রিল, শনিবার রাতে ইরান ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছিলো। ইসরালকে লক্ষ্য করে ৩০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছিলো ইরান। যদিও ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা সেগুলোর বেশিরভাগকেই ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করতে পেরেছিলো

*সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলের (ধারণা করা হয়) হামলার প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলের ওপর ওই হামলা করেছিলো। কনস্যুলেট ভবনের সেই হামলায় ১৩ জন নিহত হয়েছিলো

*ইসরায়েল আগেই আভাস দিয়েছিলো যে তারা ইরানের ওপর পাল্টা হামলা চালাবে। যদিও বিশ্বনেতারা ইসরায়েলকে ধৈর্য ধারণ করতে বলেছিলো

*বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের এই পাল্টা হামলার পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটনকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিলো।

আর্কাইভ