
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ১১:২২ এএম
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বরাবরই তিনি ছিলেন সংযত ও পরিশীলিত স্টাইলের পরিচায়ক। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় তার নিখুঁত অভিনয় ও মার্জিত উপস্থিতি আজও দুই বাংলার দর্শকদের মনে গেঁথে আছে। কিন্তু হঠাৎ করেই তার নতুন রূপে আত্মপ্রকাশ যেন অনেকেরই চেনা মিমিকে বিস্মৃত করে দিয়েছে।
আসন্ন পুজাতে মুক্তি পেতে যাচ্ছে মিমির নতুন সিনেমা ‘রক্তবীজ ২’। এই ছবিরই একটি শুটিং সেশনের সময় তোলা কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিগুলোতে মিমিকে দেখা যায় নীল রঙের বিকিনিতে, খোলা ভেজা চুলে, সমুদ্রের ধারে হেঁটে বেড়াতে বা জলে বসে থাকতে। এমন সাহসী ও খোলামেলা লুকে মিমির উপস্থিতি অনেকের জন্য চমকপ্রদ ছিল।
ছবিগুলো ভাইরাল হতেই ভক্তদের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রশংসায় ভাসালেও অনেকে তার এই রূপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন- “এ কি সেই মিমি, যিনি একসময় আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তার সংযমী অভিনয় আর রুচিশীল লুক দিয়ে?” কেউ কেউ আবার বলিউড অভিনেত্রীদের সঙ্গে তুলনা করে নেতিবাচক মন্তব্য করেছেন।
অনেকেই বলেছেন, এই পরিবর্তন চরিত্রের প্রয়োজনে হলেও, মিমির আগের ভাবমূর্তি এতে আঘাত পেয়েছে। এক নেটিজেন লিখেছেন, “মিমিকে একসময় শ্রদ্ধা করতাম, এখন কেমন যেন হয়ে গেল!” তবে কেউ কেউ এটিকে সাহসী ও নতুন ধারার প্রয়াস হিসেবেও দেখছেন।
সিনেমার প্রয়োজনে লুক বদল নতুন কিছু নয়। তবে তারকারা যখন জনপ্রিয়তা ও সম্মান অর্জন করেন, তখন তাদের ব্যক্তিগত ভঙ্গি অনেক সময়েই ভক্তদের আবেগে নাড়া দেয়। মিমির এই পরিবর্তনও তার ব্যতিক্রম নয়। তিনি নিজে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। তবে তার এই নতুন অবতার ঘিরে যে আলোচনার ঝড় উঠেছে, তা বলাই যায়- মিমি এখন শুধু অভিনয়েই নয়, বিতর্কেও চর্চার কেন্দ্রে।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় মিমির। এরপর ‘বোঝেনা সে বোঝেনা’ তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। সেই মিমি এখন কেবল অভিনেত্রী নন, রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন। অভিনয়ে দীর্ঘ এক যুগ পার করে আবার বড়পর্দায় ফিরছেন ‘রক্তবীজ ২’–এর মাধ্যমে।