• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ইসরাইলের প্রধানমন্ত্রী

আমাদের ধ্বংস চাওয়া শত্রুদের মোকাবেলা করছি

প্রকাশিত: মে ৬, ২০২৪, ০৬:১৩ পিএম

আমাদের ধ্বংস চাওয়া শত্রুদের মোকাবেলা করছি

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কোনো চাপ ইসরাইলকে তার আত্মরক্ষার পথ থেকে সরাতে পারবে না।

তিনি রোববার জেরুজালেমে ইয়াদ ভাশেম মেমোরিয়ালে ‘হলোকাস্ট রিমেমবারেন্স ডে’ উপলক্ষ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন।

নেতানিয়াহু বলেন, যদি ইসরাইলকে একা দাঁড়াতে বাধ্য করা হয়, তবে ইসরাইল একাই দাঁড়াবে।

তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যখন নাৎসিরা ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিল, তখন যারা আমাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা অরক্ষিত ছিলাম। কোনো জাতিই আমাদের রক্ষায় এগিয়ে আসেনি। 

মেমোরিয়ালে জড়ো হওয়া লোকজনের উদ্দেশে নেতানিয়াহু বলেন, আজ আমরা আবার আমাদের ধ্বংস চাওয়া শত্রুদের মোকাবেলা করছি। 

ইহুদিবিরোধী বিক্ষোভ এবং গাজায় ইসরাইলি যুদ্ধের আন্তর্জাতিক সমালোচনার নিন্দা করে নেতানিয়াহু আরও বলেন, আমি বিশ্বনেতৃবৃন্দকে বলছি- কোনো আন্তর্জাতিক মহলের কোন চাপ কোনো সিদ্ধান্তই ইসরাইলকে তার আত্মরক্ষার অধিকার থেকে সরাতে পারবে না।

এদিকে গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বিক্ষোভ চলছে তিনি তার সমালোচনা করেন।

তিনি বলেন, আমাদের হাত শেকলে বন্দি করতে পারবে না। জয় না আসা পর্যন্ত মানবরূপী শয়তানের বিরুদ্ধে ইসরাইল লড়াই অব্যাহত রাখবে।

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ