• ঢাকা বুধবার
    ২৯ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

১৭৪ বছরে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত জ্যামাইকা

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৮:৫৩ এএম

১৭৪ বছরে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত জ্যামাইকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্যারিবিয়ান দেশ জ্যামাইকায় ক্যাটাগরি ৫ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা আঘাত হেনেছে। গত ১৭৪ বছরে দ্বীপ রাষ্ট্রটির ওপর এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত। এতে অন্তত ১৫ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে সতর্ক করেছে রেডক্রস।

দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে দক্ষিণাঞ্চলীয় সেন্ট এলিজাবেথ প্যারিশ উপকূলে প্রবেশ করে এবং উত্তর দিকের সেন্ট অ্যান প্যারিশ হয়ে জ্যামাইকার ওপর দিয়ে অতিক্রম করছে।

ঝড়টির তাণ্ডবে ইতোমধ্যেই ক্যারিবীয় অঞ্চলে সাতজনের মৃত্যু হয়েছে- এর মধ্যে জ্যামাইকায় তিনজন, হাইতিতে তিনজন এবং ডোমিনিকান রিপাবলিকে একজন। এছাড়া সেখানে আরও একজন নিখোঁজ বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। জ্যামাইকার সরকার জানিয়েছে, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য একটি বিশেষ অনলাইন সহায়তা পোর্টাল খোলা হয়েছে।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মেলিসা’ ১৮৫ মাইল প্রতি ঘণ্টা (২৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা) আনুমানিক সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ নিয়ে আছড়ে পড়েছে। আঘাত হানার সময়ও এটি ক্যাটাগরি ফাইভ ঘূর্ণিঝড়-এর তীব্রতা বজায় রেখেছিল। ঘূর্ণিঝড় টিকে ‘অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী’ বলে অভিহিত করা হয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে, ঝড়ের কেন্দ্র দেশের ওপর দিয়ে যাওয়ার সময়ও যেন তারা তাদের আশ্রয়স্থল ত্যাগ না করে। সেসময় বাতাসের গতি দ্রুত এবং তীব্রভাবে আবার বেড়ে যাবে। সংস্থাটি মাধ্যম এক্সে (আগের টুইটার) এক পোস্টে জানানো হয়, ‘এটি অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী পরিস্থিতি। আপনার নিরাপদ স্থানে থাকুন।’

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার আরও সতর্ক করেছে, ‘ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় আশ্রয় ছেড়ে বের হবেন না, কারণ অন্য পাশ দিয়ে প্রবল বেগে বাতাস ফিরে আসবে।’

যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এর তথ্য বিশ্লেষণ করে এএফপি জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়। বাতাসের গতি ও চাপের দিক থেকে এটি সেপ্টেম্বরে পূর্ব এশিয়ায় আঘাত হানা টাইফুন রাগাসাকেও ছাড়িয়ে গেছে, যার সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ২৬৭ কিলোমিটার (১৬৬ মাইল)।

মেলিসা ক্যারিবীয় অঞ্চলে ১৯৮৮ সালে আঘাত হানা হারিকেন গিলবার্টের চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। গিলবার্টের আঘাতে জ্যামাইকায় ৪০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও মেক্সিকোয় সব মিলিয়ে কয়েক শ মানুষের মৃত্যু হয়েছিল।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ