প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০২:২২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এনসিপি। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই সনদে সই করা হবে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একমত হলেও এর বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে জনগণ এখনো জানে না। সনদ বাস্তবায়নের আদেশ ও পরিধিসহ সব কিছু জাতির সামনে তুলে ধরতে হবে। কমিশন যাতে কোনো দলের চাপে পড়ে ঘোষণাপত্রের মতো সনদকেও কাগুজে জিনিসে পরিণত না করে। এ সময় জুলাই সনদকে ছাব্বিশের সংবিধান হিসেবে ঘোষণা করারও দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে এনসিপি জোটের জন্য উন্মুক্ত রয়েছে। সনদ বাস্তবায়নসহ আরও কিছু বিষয় সম্পন্ন হওয়ার পর জোট নিয়ে ভাববো। এ সময় এনসিপির প্রস্তাবনা বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন হতো বলে মন্তব্য করেন তিনি।
এর আগে, আজ সকাল দশটায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে এনসিপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বৈঠকে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।