প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ১২:১৫ পিএম
লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবির শিকার অভিবাসন প্রত্যাশীরা। প্রাণ গেছে অন্তত ১৮ জনের। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৯২ জনকে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে রাজধানী ত্রিপোলি থেকে ৭৬ কিলোমিটার দূরে উপকূলীয় শহর সাব্রাথায় হয় এই মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে রেড ক্রিসেন্ট। উদ্ধারকৃতদের দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। মঙ্গলবার ভোর পর্যন্ত চলে তৎপরতা। উদ্ধার অভিযানের বেশ কিছু ছবি পোস্ট করে সংস্থাটি।
এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে ৬১ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার হয়েছে লিবিয়া উপকূল থেকে। গত কয়েক বছরে অবৈধ পথে ইউরোপে পাড়ি দিতে অন্যতম ট্রানজিট রুটে পরিণত হয়েছে লিবিয়া। যাত্রাপথে প্রায়ই নৌকা ডুবির মতো দুর্ঘটনা হয়।