• ঢাকা বৃহস্পতিবার
    ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ব্রাজিলে বিমান বিধ্বস্তে নিহত ৬১ আরোহী

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ১০:২৭ এএম

ব্রাজিলে বিমান বিধ্বস্তে নিহত ৬১ আরোহী

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ৬১ জন আরোহী সবাই নিহত হয়েছেন।। আরোহীদের মধ্যে ৫৭ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। ব্রাজিলের প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানানো হয়েছে।

বিবিসিকে স্থানীয় কর্তৃপক্ষের জানায়, বিমানে থাকা কোনো যাত্রীই জীবিত নেই। দুই ইঞ্জিনের টার্বোপ্রপটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার ক্যাসকাভেল থেকে সাও পাওলো শহরের গুয়ারুলহোস বিমানবন্দরে যাওয়ার সময় ভিনহেডো শহরে বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও তে দেখা গেছে বিমানটি আবাসিক এলাকার বিধ্বস্ত হয়। আবাসিক এলাকায় পড়লেও মাটিতে থাকা কেউ হতাহত হন। শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

সাও পাওলো রাজ্যের গভর্নর তারসিসিও গোমেস ডি ফ্রেইতাস তিন দিনের শোক ঘোষণা করেছেন।

আর্কাইভ