• ঢাকা শনিবার
    ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

করোনায় আক্রান্ত আলজেরিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ০২:৪৩ পিএম

করোনায় আক্রান্ত আলজেরিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় আক্রান্ত হয়েছেন আলজেরিয়ার প্রধানমন্ত্রী আয়মান বেনাবদেরাহমানে। দেশটির রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশনের খবরে তথ্য নিশ্চিত করা হয়েছে। মাত্র কিছু দিন আগে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

গত বুধবার আয়মান বেনাবদেরাহমানে নতুন মন্ত্রিসভা গঠন করেন। করোনায় আক্রান্ত হওয়ার কারণে তিনি আপাতত কোয়ারেন্টিনেই থাকছেন। সে কারণে আগামী কয়েকদিন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসবেন না। তবে নিজ বাড়ি থেকেই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে জানানো হয়েছে।

দিকে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মাজিদ তাবুউন করোনার বিধিনিষেধ জারি করার বিষয়ে নতুন সরকারকে নির্দেশনা দিয়েছেন। আবারও দেশজুড়ে শারীরিক দূরত্ব বজায় রাখা মাস্ক পরার বিধিনিষেধ জারির নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় টিকা কর্মসূচি জোরদার করতে বলেছেন।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, আলজেরিয়ায় এখন পর্যন্ত এক লাখ ৪৫ হাজার ২৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ছাড়া করোনা সংক্রমণে এখন পর্যন্ত হাজার ৮২৪ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন লাখ ৯১১ জন। বর্তমানে সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ৫৬১।

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ