 
              প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৯:৫২ এএম
 
                 
                            
              লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে চার সেনা সামান্য আহত হওয়ার কথা জানিয়েছে ইতালি। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, হামলার পেছনে প্রাথমিক প্রমাণ হিসেবে হিজবুল্লাহর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
এছাড়া প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই হামলায় নিন্দা জানিয়েছেন।
শুক্রবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ।
এক বিবৃতিতে জর্জিয়া মেলোনি বলেন, দক্ষিণ লেবাননে ইউনিফিলের ইতালীয় সদর দফতরে নতুন হামলার শিকার হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি ।
ইতালি প্রধানমন্ত্রী আরো বলেন, এই আক্রমণগুলো অগ্রহণযোগ্য। সংঘাতে লিপ্ত থাকা সব পক্ষকে ইউনিফিল সৈন্যদের সুরক্ষা নিশ্চিত করা এবং দায়ীদের দ্রুত চিহ্নিত করার জন্য সহযোগিতা করার আহ্বান জানাই।
মেলোনি অবশ্য কোনো পক্ষকে দোষারোপ করেননি তবে তার পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী তাজানি সাংবাদিকদের বলেছিলেন, এই হামলার সম্ভবত হিজবুল্লাহ করেছে।
তুরিনে তিনি বলেন, হামলায় দুটি ক্ষেপণাস্ত্র ছিল বলে মনে করা হচ্ছে, যা থেকে মনে হচ্ছে, সেগুলো হিজবুল্লাহ উৎক্ষেপণ করেছে।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইতালী সরকার ইউনিফিলের তদন্তের জন্য অপেক্ষা করবে।
প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রসেটো বলেছেন, দক্ষিণ লেবাননের শামাতে ইউএনপি ২-৩ ঘাঁটিতে আঘাতকারী দুটি ১২২ মিমি রকেটের বিস্ফোরণে চার ইতালীয় সৈন্য সামান্য আহত হয়েছে।
দুটি রকেট ঘাঁটিতে একটি বাঙ্কারে আঘাত করেছে বলে মনে হচ্ছে এবং সৈন্যরা জানালা ভেঙে যাওয়ার পরে কাঁচের টুকরোতে আঘাত করেছে। ক্রসেটো আক্রমণটিকে অগ্রহণযোগ্য বলে নিন্দা করে বলেছিলেন।
একটি বিবৃতিতে ক্রসেটো বলেছেন, তিনি লেবানিজ সরকারের সাথে এ নিয়ে যোগাযোগ করেছেন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      