 
              প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১০:২৪ এএম
 
                 
                            
              আমেরিকার পতন ও তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসিতে এক বিজয় সমাবেশে তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সমাবেশে ট্রাম্প জানান, দায়িত্বগ্রহণের পর অভিবাসন নীতি নিয়ে কঠোর হবে তিনি। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি হোয়াইট হাউসে ফিরে প্রথম দিন থেকেই দ্রুততার সঙ্গে কাজ শুরু করবেন। বলেন, ‘আগামীকাল দুপুরে আমেরিকার পতনের চার বছরের পর্দা নামবে এবং আমরা আমেরিকার শক্তি ও সমৃদ্ধির একটি নতুন দিন শুরু করব। আমি অভাবনীয় দ্রুততা ও শক্তির সঙ্গে কাজ করব এবং আমাদের দেশের প্রতিটি সমস্যা সমাধান করব।’
এ সময় মঞ্চে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন প্রযুক্তি জগতের ধনকুবের ইলন মাস্ক। অনুষ্ঠানে ইলন মাস্ক বলেন, ‘আমরা আমেরিকাকে শতাব্দীর পর শতাব্দী ধরে শক্তিশালী রাখব।’
স্থানীয় সময় সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে চলছে জোর প্রস্তুতি। তীব্র ঠান্ডা উপেক্ষা করে ক্যাপিটল হিলে জড়ো হয়েছেন হাজারো ভক্ত-সমর্থকরা।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      