• ঢাকা শনিবার
    ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০২:৫১ পিএম

শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর এক্স-এ এই বৈঠকের ছবি প্রকাশ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার, ৯ মে দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে সামাজিক মাধ্যম এক্স-এ এই বৈঠকের তথ্য জানিয়ে লেখে, “প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নয়াদিল্লির সাউথ ব্লকে পশ্চিম সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন।"

এই বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং উপস্থিত ছিলেন বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২২ শে এপ্রিল পহেলগামে হামলার পর ৬ থেকে ৭ই মে ২০২৫-এর রাতে পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ভারত।

ভারত এই হামলাকে ‍‍`লক্ষ্যভিত্তিক, সুষম এবং উসকানিমুক্ত‍‍` বলে ব্যাখ্যা করে। তারা আরো জানায়, এই অভিযানে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়নি।

তবে এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়ে গেছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ তুলছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ