
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ১২:২৩ পিএম
ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রধান উপাদান ইউরেনিয়াম মৃদ্ধকরণ শূন্যে নামাতে বললে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হবে না বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) এক টেলিভিশন ভাষণে তিনি এ মন্তব্য করেছেন বলে জানায় প্রেস টিভি।
আব্বাস আরাগচি বলেছেন, ‘আমরা আমাদের অধিকার ও আমাদের পারমাণবিক কর্মসূচি ছেড়ে দেবে না। এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ রয়েছে, যা অবশ্যই অব্যাহত থাকতে হবে, তবে আমরা আস্থা সৃষ্টিকারী ব্যবস্থা নিতে প্রস্তুত। ইরানকে পরমাণু সমৃদ্ধকরণ শূন্যে নামাতে বললে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হবে না।’
প্রেস টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বক্তব্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে নিজ দেশের অবস্থান পরিষ্কার করেন আরাগচি।
তিনি বলেন, ‘আমি খোলাখুলিভাবে ঘোষণা করছি যে, আমেরিকান কর্মকর্তারা ইরানে সমৃদ্ধকরণ বিশ্বাস করেন না বলে তাদের সাক্ষাৎকারে যে বক্তব্য দিয়েছেন, তা সত্য হয়ে থাকলে কোনো চুক্তি হবে না।’
ইরান নীতিগতভাবে পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে না দাবি করে আমেরিকার উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, ‘তবে যদি এর লক্ষ্য হয় পারমাণবিক অস্ত্র অর্জন আটকানো নিশ্চিত করা, তাহলে সেটি সম্ভব হবে। কারণ আমরা নীতিগতভাবে পারমাণবিক অস্ত্র চাইছি না।’