• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

করোনাভাইরাস রুখতে বিশ্ব ব্যর্থ হয়েছে : ডব্লিউএইচও

প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ১০:১০ পিএম

করোনাভাইরাস রুখতে বিশ্ব ব্যর্থ হয়েছে : ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস আধুনিক যুগের বিশ্বকেও নাড়িয়ে দিয়েছে। থমকে দিয়েছে সবকিছু। করোনাভাইরাসের ভয়াল থাবায় বিশ্ব সত্যিকারভাবেই নাজুক অবস্থায় পড়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, করোনাভাইরাস রোধে বিশ্ব ব্যর্থ হয়েছে। টোকিওতে অলিম্পিক গেমস উদ্বোধনের আগে অলিম্পিক আয়োজক কমিটির এক বৈঠকে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। 

ডব্লিউএইচও প্রধান বলেন, টিকার অসম বণ্টন এই সঙ্কটকে আরও গুরুতর করার ঝুঁকি তৈরি করেছে। যদিও মহামারিতে ক্লান্ত বিশ্বের কাছে এই অলিম্পিক একটি ‌‘আশার বার্তা’ হতে পারে। তিনি বলেন, মহামারি একটি পরীক্ষা। এটা মোকাবিলায় বিশ্ব ব্যর্থ হয়েছে।

গেব্রেইয়েসুস বলেন, ৪০ লাখের বেশি মানুষ মারা গেছে। এখনও মৃত্যু অব্যাহত আছে। ইতোমধ্যে চলতি বছরে মৃত্যুর সংখ্যা গত বছরের মোট মৃত্যুর তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। তিনি বলেন, মহামারির করোনাভাইরাসের হুমকি সব দেশে শেষ না হওয়া পর্যন্ত কেউই মুক্ত নয়। যদি কেউ মনে করেন যে, মহামারি শেষ হয়ে গেছে, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন।

বিশ্বের মাত্র ১০টি দেশে করোনার ৭৫ শতাংশ টিকা প্রয়োগ করা হয়েছে বলেও মন্তব্য করেছেন ডব্লিউএইচও প্রধান। তিনি বলেন, কোনো কোনো দেশ লকডাউন তুলছে আবার কেউ কেউ লকডাউনে যাচ্ছে। কোভিড-১৯ এমন একটি জিনিস, যা জাহান্নামের আগুনের মতো। সহজে নেভানো যাবে না।

শামীম/নির্জন 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ