• ঢাকা সোমবার
    ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

উত্তর কোরীয় নেতাকে যে বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৭:৫০ পিএম

উত্তর কোরীয় নেতাকে যে বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

কোরীয় গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রের (ডিপিআরকে) রাষ্ট্রীয় কার্যক্রমের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনকে এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।

কেসিএনএ জানিয়েছে, বার্তায় ইরানি প্রেসিডেন্ট ৯ সেপ্টেম্বর ডিপিআরকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে উষ্ণ অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের নেতাদের পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে ভবিষ্যতে ইরান ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও দৃঢ় ও শক্তিশালী হবে।

বার্তায় পেজেশকিয়ান কিম জং উনের সুস্বাস্থ্য ও কর্মজীবনে সাফল্য কামনা করেন এবং মর্যাদাবান ডিপিআরকের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। সূত্র: মেহের নিউজ

আর্কাইভ