• ঢাকা শনিবার
    ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

টিকা নিলেই পাওয়া যাবে ১৫০ ইউরো

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০৭:১৭ পিএম

টিকা নিলেই পাওয়া যাবে ১৫০ ইউরো

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। টিকা আবিষ্কার হলেও থামছে না মৃত্যুর মিছিল। নতুন নতুন ভ্যারিয়েন্টে পৃথিবীকে থামিয়ে দিচ্ছে ভাইরাসটি। টিকা প্রয়োগ শুরু হলেও এখনও অনেকে টিকা নিতে ভয় পাচ্ছেন। সে তালিকায় রয়েছেন ইউরোপের দেশ গ্রিসের অনেক তরুণ।

টিকা না নেয়ার জন্য বিভিন্ন কথা বলছেন গ্রিসের তরুণেরা। এমনকি দেশটিতে অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষের মধ্যে করোনার টিকা নিতে আগ্রহ দেখা যায়নি। অবস্থায় গ্রিসের কম বয়সী নাগরিকদের করোনাভাইরাসের টিকা নিতে উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

সেই উদ্যোগ অনুযায়ী, ১৮ থেকে ২৫ বছর বয়সীদের কেউ করোনার ভ্যাকসিন নিলেই পাবেনফ্রিডম পাসনামক ১৫০ ইউরোর একটি ভাউচার। অর্থাৎ যাদের জন্ম ০১-০১-১৯৯৬ থেকে ২০০৩-এর মধ্যে, তারাই ফ্রিডম পাসের আবেদন করতে পারবেন। যাদেরট্যাকসিস নেট কোডবাক্লিদারিথমসনেই তারা সরাসরি কেপ- গিয়ে ফ্রিডম পাসের আবেদন করতে পারবেন। তবে আবেদনের আগে কমপক্ষে একটি টিকা দেয়া হয়েছে এমন প্রমাণ দেখাতে হবে।

এখন পর্যন্ত গ্রিসে করোনায় আক্রান্ত হয়েছেন লাখ ৬৯ হাজার ৪২ জন। মারা গেছেন ১২ হাজার ৮৫১ জন। সুস্থ হয়েছেন লাখ ২২ হাজার ১৭৫ জন।

মামুন/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ