• ঢাকা শুক্রবার
    ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

জাতিসংঘ অধিবেশনে ইরান-ফ্রান্স বৈঠক, আলোচনায় পরমাণু ইস্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:৫৭ এএম

জাতিসংঘ অধিবেশনে ইরান-ফ্রান্স বৈঠক, আলোচনায় পরমাণু ইস্যু

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  বুধবারের (২৩ সেপ্টেম্বর) এ বৈঠকের পর ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছ, পারমাণবিক চুক্তি এখনো সম্ভব। 

এক প্রতিবেদনে ইরানি বার্তা সংস্থা মেহের বলছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে বুধবার নিউইয়র্কে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন পেজেশকিয়ান।

নিউইয়র্কে উপস্থিত অন্যান্য দেশের নেতাদের সঙ্গে এটিই ছিল পেজেশকিয়ানের প্রথম বৈঠক। স্থানীয় ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ইরানের সহযোগিতা অব্যাহত রাখা এবং ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ ছিল বৈঠকের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ম্যাক্রোঁ জানান, তিনি আইএইএর সঙ্গে ইরানের টানাপোড়েন নিয়ে ইউরোপের ‘কথিত’ উদ্বেগগুলো তেহরানকে জানিয়েছেন এবং ইউরোপের দাবিগুলো পুনর্ব্যক্ত করেছেন।

তিনি লেখেন, ‘একটি চুক্তি এখনো সম্ভব। হাতে কেবল কয়েক ঘণ্টা সময় আছে। আমরা যে বৈধ শর্তগুলো দিয়েছি, তার জবাব দেওয়া এখন ইরানের ওপর নির্ভর করছে।’

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ