
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৬:৪৮ পিএম
গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা ৪৪টি জাহাজের মধ্যে মাত্র চারটি জাহাজ এখনো গাজার দিকে ছুটে চলেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এই চারটি জাহাজের মধ্যে রয়েছে `সামারটাইম-জং` এবং `শিরিন`—যা মূলত আইনি সহায়তা দেওয়ার জন্য আইনজীবী বহন করছে।
এছাড়াও, ফিলিস্তিনের জলসীমানায় প্রবেশ করা ফ্লোটিলার প্রথম জাহাজ `মিকেনো` এবং `মেরিনেট` এখনও যাত্রা অব্যাহত রেখেছে।
ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে ফ্লোটিলার বেশিরভাগ জাহাজের গতিপথ রুদ্ধ হলেও কয়েকটি জাহাজ এখনও গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।