
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৪:২৬ পিএম
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ এবং ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে আহ্বান জানিয়েছেন।
এক্সে দেয়া এক পোস্টে ইয়ার গোলান লিখেছেন,
‘এই মুহূর্তে আমাদের সম্মিলিত দায়িত্ব হলো — হামাস কিংবা নেতানিয়াহু এবং তার সরকার — কাউকেই ট্রাম্পের চুক্তি বানচাল করার সুযোগ না দেয়া।’
ডেমোক্র্যাটস পার্টির নেতা আরও বলেন, ইসরায়েলকে ‘সর্বশক্তি দিয়ে এগিয়ে যেতে হবে এবং লড়াই করতে হবে’ যাতে চুক্তিটি বাস্তবায়িত হয়। এছাড়াও জিম্মিদের মুক্ত করা যায়, হামাসের শাসনের অবসান হয় এবং গাজা উপত্যকার পুনর্গঠন করা যায় এমন পরিকল্পনাই সবার জন্য মঙ্গলজনক।
এদিকে লাপিদ বলেন, তিনি যুক্তরাষ্ট্র প্রশাসনকে জানিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে যুদ্ধ শেষ করার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার রাজনৈতিক সমর্থন রয়েছে।
এক্সে এক পোস্টে লাপিড লিখেছেন,
‘ইসরায়েলকে ঘোষণা দিতে হবে যে, মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন আলোচনায় অংশ নিতে তারা প্রস্তুত, যাতে চুক্তি চূড়ান্ত করা যায়।’