
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ১২:২৪ পিএম
ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হবে সেই আয়োজন।
বৃস্পতিবার (১৬ অক্টোবর) দীর্ঘ ফোনালাপের পর এমন সিদ্ধান্তে পৌঁছেছেন দুই রাষ্ট্রপ্রধান। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই আলোচনায় বসবেন দুই নেতা। এর আগে আগামী সপ্তাহেই প্রাথমিক বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা।
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর পুতিনের সঙ্গে এটিই হবে ট্রাম্পের দ্বিতীয় বৈঠক। আগস্টে আলাস্কায় বৈঠকে বসেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট।