• ঢাকা মঙ্গলবার
    ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ইসরায়েলের যুদ্ধবিরতির রেকর্ড খুব খারাপ: তুরস্কের প্রেসিডেন্ট

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৬:৪৭ পিএম

ইসরায়েলের যুদ্ধবিরতির রেকর্ড খুব খারাপ: তুরস্কের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতি পালনের ক্ষেত্রে ইসরায়েলের রেকর্ড খুব খারাপ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২শ‍‍` ফিলিস্তিনি যুদ্ধবিরতির মধ্যে প্রাণ হারিয়েছেন। 

তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি পালন করার ক্ষেত্রে হামাস ইসরায়েলের চেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ মনে হচ্ছে।

তুর্কি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সিতে দেখা এক সাক্ষাৎকারে তিনি বলেন ,‍‍`আমরা সবাই দেখতে পাচ্ছি, ইসরায়েলের এই বিষয়ে রেকর্ড খুবই খারাপ।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`আমরা এমন একটি প্রশাসনের মুখোমুখি, যা যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ২০০-এর বেশি নিরীহ মানুষ হত্যার সঙ্গে জড়িত এবং পশ্চিম তীর দখল ও আক্রমণ অব্যাহত রেখেছে।‍‍`

ইরদোগান বলেন, ‍‍`আমরা পশ্চিম তীরের দখল, জেরুজালেমের অবস্থা পরিবর্তন বা আল-আকসা মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ করার চেষ্টা মেনে নিতে পারি না।‍‍`

আর্কাইভ