• ঢাকা বুধবার
    ১২ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

যুদ্ধবিরতির পর গাজায় ১,৫০০-এর বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১১:৫৪ এএম

যুদ্ধবিরতির পর গাজায় ১,৫০০-এর বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

গাজার কিছু এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও গত ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ অনুযায়ী, কমপক্ষে ১,৫০০ ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে অনেক বাড়ি, বাগান ও খামার অন্তর্ভুক্ত বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্যাটেলাইট ছবি ও রাডার চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ইসরায়েলি সেনারা এক মাসের কম সময়ে পুরো এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

ধ্বংসকৃত এলাকার মধ্যে পূর্ব খান ইউনিসের আবাসান আল-কবিরা উল্লেখযোগ্য, যেখানে আগের কোনো ক্ষতি দেখা যাচ্ছিল না।

স্থানীয় বাসিন্দা লানা খালিল জানান, তার বাড়ি ছিল খামার ও সবজির বাগানসহ ‍‍`স্বর্গের মতো‍‍`। এখন সেই এলাকা ধ্বংস হয়ে গেছে। রাফাহ শহরের পূর্বে আল-বায়ুক এলাকায়ও একই দৃশ্য লক্ষ্য করা গেছে।

স্থগিতের পরও গাজায় বিস্তৃত ধ্বংসযজ্ঞ এবং হাজার হাজার মানুষকে অস্থায়ীভাবে সরানোর ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এসেছে। এই পরিস্থিতি গাজার পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়ার ওপর নতুন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ