• ঢাকা বৃহস্পতিবার
    ২৭ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট পদচ্যুত, ক্ষমতা দখল সেনাবাহিনীর

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১০:৩১ এএম

গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট পদচ্যুত, ক্ষমতা দখল সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে প্রেসিডেন্টকে পদচ্যুত করে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। খবর মিলেছে প্রেসিডেন্ট সিসোকো এমবালো‍‍`কে আটকের। এক ভিডিওবার্তায় অভ্যুত্থানের ঘোষণা দেন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।

অভ্যুত্থানকারী সৈন্যরা ক্ষমতা গ্রহণের পর দেশটির চলমান নির্বাচনি প্রক্রিয়া স্থগিত করেছে। বন্ধ করে দেয়া হয়েছে আকাশ, জল ও স্থলপথের সব সীমান্ত। সেইসাথে, দেশজুড়ে জারি রয়েছে কারফিউ। 

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে প্রেসিডেন্ট এমবালো গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তাকে ক্ষমতাচ্যুত করার কথা জানান। 

সরকারি সূত্রের বরাতে বিবিসি জানায়, সেনারা প্রেসিডেন্টের পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস, সাবেক প্রধানমন্ত্রী ডোমিঙ্গোস পেরেইরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী বটশে কান্ডেকেও আটক করেছে। একই সঙ্গে সেনাপ্রধান জেনারেল বিআগে না এনটান এবং তার ডেপুটি জেনারেল মামাদু টুরেকেও আটক করা হয়েছে বলে জানা যায়।

এর আগে, দেশটির নির্বাচন কমিশন, প্রেসিডেন্টের বাসভবন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গোলাগুলির শব্দ পাওয়া যায়। রোববার গিনি বিসাউয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ভোটাভুটির ফল ঘোষণার কথা ছিল বৃহস্পতিবার। কয়েকদিন আগেই সংবিধানবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দেশটির সেনাবাহিনীর একাধিক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে, এর জেরেই উত্তেজনা শুরু হয় গিনি বিসাউয়ের সরকার ও সেনাবাহিনীর মধ্যে।

আর্কাইভ