প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ১০:০০ এএম
রাশিয়ার আরও একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দু`সপ্তাহের মধ্যে তৃতীয় হামলার ঘটনা এটি।
বুধবার (১০ ডিসেম্বর) এর একটি ভিডিও প্রকাশ করে কিয়েভ।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ইউক্রেনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল দিয়ে জ্বালানি তেল পরিবহন করছিল `দাশান` নামের ট্যাংকারটি।
অভিযোগ রয়েছে, মস্কোর শ্যাডো ফ্লিটের অংশ নৌযানটি। যা ট্রান্সপন্ডার বন্ধের মাধ্যমে অবস্থানের জানান না দিয়েই রাশিয়ার উদ্দেশে ভ্রমণ করছিল। নিষেধাজ্ঞাজনিত কারণে নজরদারি এড়াতে এ ধরনের নৌযান দিয়ে গোপনে তেল রফতানি করে থাকে মস্কো। যেগুলোকে ফ্লিট বা ডার্ক ফ্লিট নামে ডাকা হয়।