• ঢাকা সোমবার
    ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

ভেনেজুয়েলার তেল শিল্পে ‍‍`অত্যন্ত সক্রিয়ভাবে‍‍` যুক্ত হবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:২৮ এএম

ভেনেজুয়েলার তেল শিল্পে ‍‍`অত্যন্ত সক্রিয়ভাবে‍‍` যুক্ত হবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী। এভাবে রাতের আঁধারে একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে আটকের পেছনে কারণ হিসেবে ট্রাম্প বিশ্ববাসীকে দেখিয়েছে, মাদুরো মাদক পাচারকারী ড্রাগ কার্টেলের সাথে জড়িত।

কিন্তু আসলেই কি তাই? যুক্তরাষ্ট্রে মাদক ছড়িয়ে দিচ্ছেন মাদুরো, এমন অভিযোগ করে ক্যারিবিয়ান সাগরে দফায় দফায় হামলা চালিয়ে রীতিমতো বিচার বহির্ভূত হত্যা চালানোর আদেশ দিয়েছেন ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে মার্কিন বাহিনী হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে। এরপরই এক বক্তব্যে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল শিল্পে ‍‍`অত্যন্ত সক্রিয়ভাবে‍‍` যুক্ত হবে।

তিনি বলেছেন, ‘আমাদের কাছে বিশ্বের সেরা, সবচেয়ে বড় ও অসাধারণ তেল কোম্পানি রয়েছে। আমরা ভেনেজুয়েলার তেলশিল্পে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত থাকবো।’

বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন, ট্রাম্পের বক্তব্য পরিষ্কারভাবে ইশারা দিচ্ছে ভেনেজুয়েলার তেলশিল্পের লোভ-ই মাদুরোকে ক্ষমতাচ্যুত করার অন্যতম কারণ। মাদক পাচার কিংবা এক নায়ক কিংবা স্বৈরাচারী মাদুরো-সবই ট্রাম্পের ন্যারেটিভ।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ