• ঢাকা শুক্রবার
    ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

যুদ্ধবিরতি অমান্য করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:৩০ এএম

যুদ্ধবিরতি অমান্য করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় গুলিবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চালানো হামলায় অন্তত তিন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ও আহত হয়েছেন আরও পাঁচজন। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক যান থেকে গুলিবর্ষণের ঘটনায় দুই ফিলিস্তিনি নিহত হন। শহরের পূর্ব দিকের বিভিন্ন এলাকায় ওই সময় ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করে।

এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির চলমান থাকার মধ্যেই। উল্লেখ্য, চুক্তিটি ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হয়।

চিকিৎসা কর্মকর্তা জানান, খান ইউনিসের পূর্বে ইয়েলো লাইনের কাছাকাছি শেখ নাসের এলাকায় একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়।

নাসের হাসপাতালের আরেকটি চিকিৎসা সূত্র জানায়, একই শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর মোতায়েনের বাইরে থাকা একটি এলাকায় ইসরায়েলি গুলিতে দ্বিতীয় একজন ফিলিস্তিনি নিহত হন।

এদিকে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে হুসাম আবু করিমের মরদেহ ও পাঁচজন আহত ব্যক্তিকে আনা হয়। চিকিৎসা সূত্র জানায়, মাঘাজি শরণার্থী শিবিরের মাক্কি গোলচত্বরের কাছে একটি ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তারা হতাহত হন।

চিকিৎসা কর্মকর্তাদের তথ্যমতে, অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৯২ ফিলিস্তিনি নিহত এবং ১,৩৫৬ জন আহত হয়েছেন।

এই যুদ্ধবিরতি দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটায়, যেখানে ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭১ হাজার ৩০০ জন আহত হন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আগ্রাসনে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং পুনর্গঠনে ব্যয় হতে পারে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার।
 

আর্কাইভ