• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অক্টোপাস খাওয়া হালাল নাকি হারাম নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

প্রকাশিত: আগস্ট ১২, ২০২২, ০৭:৫৪ এএম

অক্টোপাস খাওয়া হালাল নাকি হারাম নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

সিটি নিউজ ডেস্ক

বর্তমান সময়ে অক্টোপাস জনপ্রিয় একটি খাবার। দেশের অনেক রেস্টুরেন্টে অক্টোপাস বিক্রিও করা হয়। ভোজন রসিকরা তা খেয়ে থাকেন হালাল মনে করে। তবে অক্টোপাস খাওয়া হালাল নাকি হারাম এ নিয়ে মতপার্থক্য রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

মঙ্গলবার (২৬ জুলাই) এ বিষয়টি জানতে যোগাযোগ করা হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমীনের সঙ্গে। তিনি বলেন, অক্টোপাস খাওয়া হারাম। মাছ ছাড়া অন্য কোনো জলজপ্রাণী খাওয়া জায়েজ নেই।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আরও বলেন, শরীয়তের বিধান হলো মাছ ছাড়া অন্যান্য জলজপ্রাণী রুচিশীল মানুষ স্বভাবতই ঘৃণা করে। সুতরাং সেগুলোও পবিত্র কুরআনের হুকুম অনুযায়ী নিষিদ্ধ।

অক্টোপাস আট বাহুবিশিষ্ট সামুদ্রিক প্রাণী। দেখতে শামুকের মতো না হলেও এরা শামুক-ঝিনুকের মতো মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। এদের মাথার ঠিক পেছনেই আটটি শুঁড়-পা আছে বলে এরা সেফালোপোডা বা ‘মস্তক-পদ’ শ্রেণিভুক্ত। অক্টোপাসের বৈজ্ঞানিক নাম Octopus vulgaris. সারা পৃথিবীতে প্রায় সব সাগরেই পাওয়া যায়।

আরআই
আর্কাইভ