প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৩:০১ পিএম
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্ৰসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ অবরোধ করেছে সংগঠনটি।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগে এসে অবস্থান নেয়।
এসময় আন্দোলনকারীদের দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, লীগ ধর, জেলে ধর, হাদির রক্ত , বৃথা যেতে দেব না, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্ৰাম , সংগ্ৰাম সংগ্ৰাম, হাদি মানে আজাদী, হাদি মানে ইনসাফ- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এর আগে, দুপুরে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে জানানো হয়, শাহবাগ শহিদ হাদি চত্বরে শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হচ্ছে।