• ঢাকা শনিবার
    ৩১ জানুয়ারি, ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

জাতপাত নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে মানুষ: তারেক রহমান

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:৩৩ পিএম

জাতপাত নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে মানুষ: তারেক রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বা জাতপাত নয়, বাংলাদেশের মানুষই আমাদের কাছে মুখ্য। তিনি বলেন, আমরা সবাই বিএনপি করি, আমরা শান্তিতে বিশ্বাস করি। সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে আমরা একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমাদের কাছে মানুষের মর্যাদাই প্রধান।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা গেলে তবেই প্রকৃত অর্থে দেশ ও মানুষের সমস্যার সমাধান সম্ভব।

তারেক রহমান বলেন, গত ১৬–১৭ বছরে যারা রাজনৈতিক অধিকারের জন্য প্রতিবাদ করেছে, তাদের অনেকেই ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। তিনি ‘মেরি’ নামের এক নারীর উদাহরণ দিয়ে বলেন, ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন।

এ রকম হাজারো মানুষ আজও বঞ্চনা ও নির্যাতনের শিকার।

তারেক রহমান বলেন, যারা রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, যারা মানুষকে কথা বলার ও ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেই অসংখ্য মানুষ নির্যাতিত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এমনকি জীবন দিয়েছে। তিনি বলেন, এসব আত্মত্যাগের যথাযথ প্রতিদান দিতে হলে শুধু সভা-সমাবেশ করলেই হবে না, জনগণকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে।
বিকেল ৪টার দিকে জনসভায় তারেক রহমান উপস্থিত হলে পুরো মাঠ করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

দীর্ঘ ১৯ বছর পর সিরাজগঞ্জে তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। তার সফরসঙ্গী হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
সকাল ১০টা থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। দুপুরের মধ্যেই বিসিক শিল্পপার্ক মাঠে মানুষের ঢল নামে। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

দুপুর পৌনে ৩টার দিকে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

এছাড়া বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, পাবনা-৪ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী এম আকবর আলী, পাবনা-৫ আসনের প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী এম এ মুহিত, সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী সেলিম রেজা, পাবনা-১ আসনের প্রার্থী শামসুর রহমান, পাবনা-২ আসনের প্রার্থী সেলিম রেজা হাবিব ও পাবনা-৩ আসনের প্রার্থী হাসান জাফির তুহিন।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৬ সালের ডিসেম্বরে সিরাজগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ