প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০২:২৭ পিএম
আওয়ামী লীগ কখনও রাজনৈতিক দল ছিল না। এটা মাফিয়া সংগঠন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে তারা সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে।
শনিবার (২২ নভেম্বর) জাতীয় শহীদ মিনারে সাংবাদিকদের এসব কথা বলে এই বিএনপি নেতা।
তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ মারা গেলেও তার দাফন হয়েছে ভারতে। তাদের রাজনীতির কবর দিতে হবে। গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে।
গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো দলের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না উল্লেখ করে বলেন, এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়।
দেশের মানুষর প্রত্যাশা ও আন্তর্জাতিক মান বজায় রেখে শেখ হাসিনার রায় দেয়া হয়েছে। এ রায় বাস্তবায়নও হবে। যারাই ফ্যাসিবাদী হবে তাদেরই এ অবস্থা হবে।
তিনি আরও বলেন, ছাত্র গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনে হয়নি। যারা ২৪ এর চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে, তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে।
যারা ৪৭ ও ৭১ এর আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা জনগনের আকাঙ্ক্ষা কীভাবে বাস্তবায়ন করবে সে ব্যাপারেও প্রশ্ন রাখেন সালাহউদ্দিন আহমদ। এসময় জামায়াতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে জনগনকে বিভ্রান্ত না করার আহ্বান।