প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৮:৪৬ পিএম
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন, এলাকায় সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। জনগণের অধিকার ও সম্পদ রক্ষায় তিনি অতীতের মতো ভবিষ্যতেও ‘দৃঢ় অবস্থানে’ থাকবেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে চম্পাফুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

কাজী আলাউদ্দিন বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও পূজা-পার্বণে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা আমার দায়িত্ব। অতীতেও করেছি, ভবিষ্যতেও করব।
তিনি জানান, অতীতে তার দায়িত্বকালে তৎকালীন নির্বাচনী এলাকার ১৭টি ইউনিয়নের প্রতিটি মন্দিরে তিনি নিয়মিত অনুদান দিয়েছেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কাজী আলাউদ্দিন বলেন, এই থালনা এলাকায় আমি একটি সাইক্লোন শেল্টার করে দিয়েছি। নির্বাচিত হলে আরও দুটি সাইক্লোন শেল্টার নির্মাণ করব। শিক্ষার মান উন্নয়নেও অগ্রাধিকার দেব।
বক্তব্যে তিনি আরও বলেন, আশাশুনি-কালীগঞ্জে দীর্ঘদিন ধরে যেসব দখলদারি ও অর্থবাণিজ্য চলছে, সেগুলো বন্ধে তিনি অতীতে কঠোর ছিলেন, ভবিষ্যতেও একইভাবে থাকবেন। আমি কারও অন্যায়ের কাছে নতি স্বীকার করিনি, করব না। জনগণের টাকায় কেউ আর রাজত্ব করবে না বলেন তিনি।

উঠান বৈঠকে তিনি খাজরা, চম্পাফুল, কুল্যা ও শ্যামনগর সংলগ্ন উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ অবকাঠামো মেরামত ও নতুন কাঁচা রাস্তাগুলো পাকা করার প্রতিশ্রুতিও দেন।
উঠান বৈঠক শেষে কাজী আলাউদ্দিনের উদ্যোগে ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ চম্পাফুল ইউনিয়নের থালনা সার্বজনীন মন্দিরের দায়িত্বশীলদের হাতে তুলে দেওয়া হয়। পরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।
উঠান বৈঠকে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কৃষ্ণপদ সেনের সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম (বাবু), সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান (বাপ্পী), চম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম গাজী প্রমুখ। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা অংশ নেন।