
প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ০৮:০৪ পিএম
ছবি: সংগৃহীত
যৌন মিলন বা সঙ্গম নিয়ে নানা কথা শোনা যায়! কিন্তু সঙ্গমের জন্য নির্দিষ্ট সময় হয়, এমনটা কী শুনেছেন আগে কখনো? মন চাইলে, পার্টনার রাজি থাকলে এবং সুযোগ সময় থাকলে যেকোনও সময় সঙ্গম করা যেতে পারে! তবে বেশির ভাগ মানুষ যৌন মিলনের জন্য রাতটাকেই বেছে নেন!
মনে করা হয় রাতেই সঙ্গম সব থেকে ভালো হয়। কিন্তু গবেষণা বলছে একেবারে অন্য কথা। জানলে অবাক হবেন!
হরমোন বিশেষজ্ঞ এলিসা ভিটি জানিয়েছেন, আনন্দদায়ক যৌনতার জন্য এমন সময় বেছে নিতে হয় যাতে দু`জনেরই যৌন চাহিদা একই মাত্রায় থাকে। এই কারণেই দুপুর ৩টার সময় যৌনতা সবচেয়ে বেশি সন্তুষ্টিজনক হয়।
এলিসার মতে, যৌন জীবনে অনেক বড় ভূমিকা রাখে শরীরে বিভিন্ন হরমোনের উপস্থিতি। আমাদের অনুভূতির ওপরেও অনেকটা প্রভাব ফেলে এই হরমোন। এই সব কারণেই দুপুর ৩টার সময় যৌনতার সূচনা নারী ও পুরুষ উভয়ের জন্যই বিশেষ উপকারী।
সুস্থ যৌন মিলনের জন্য আরেকটি ভাল সময় হল সকালবেলা। ঘুমের মধ্যে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। ফলে সকালে তারা যৌন মিলনের জন্য অনেক বেশি আগ্রহী হয়ে থাকে এবং এর ফলে দুই পক্ষেরই যৌন সন্তুষ্টি বৃদ্ধি পায়। এমনকি গর্ভধারণের সম্ভাবনাও বেড়ে যায়!