• ঢাকা মঙ্গলবার
    ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

চীনা টিকা নিয়ে ওমরাহ পালনে সৌদি যেতে বাধা নেই

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৮:৫৬ পিএম

চীনা টিকা নিয়ে ওমরাহ পালনে সৌদি যেতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীনের তৈরি করোনা ভ্যাকসিন সিনোভ্যাক সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। ফলে এসব টিকা গ্রহণকারীদের হজ বা ওমরাহ পালনে দেশটিতে যেতে আর কোনো বাধা থাকল না। বুধবার (২৫ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র তথ্য জানিয়েছে।

এত দিন চীনা ভ্যাকসিন সিনোভ্যাক সিনোফার্মের টিকাগ্রহীতাদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। দেশটিতে শুধু অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন মডার্নার করোনা টিকার অনুমোদন ছিল। মঙ্গলবার (২৪ আগস্ট) সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চীনের তৈরি দুই করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

দিকে আরব নিউজ জানিয়েছে, সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকা নেয়াদের সে দেশে প্রবেশের অনুমোদন দিয়েছে। তবে সেক্ষেত্রে তাদের সৌদিতে অনুমোদিত একটি টিকার বুস্টার ডোজ নিতে হবে।

চীনা টিকা নিয়ে বাংলাদেশিদের সৌদিতে হজ বা ওমরাহর জন্য যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। চীনা টিকায় ছাড় দিতে সে দেশের সরকারকে আহ্বান জানিয়েছিল বাংলাদেশ সরকার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)

বিষয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘সৌদি সরকারকে ধন্যবাদ জানাই। তারা আমাদের দাবি আমলে নিয়ে সিদ্ধান্ত দিয়েছে। এখন বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে হজ ওমরাহগামীদের টিকার ব্যবস্থা করা হোক।

জেডআই/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ