• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন মাছ ধরা বন্ধ

প্রকাশিত: মে ১৯, ২০২১, ০৭:৩৭ পিএম

সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন মাছ ধরা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন দেশের সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। বুধবার (১৯ মে) মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বুধবার (১৯ মে) মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর থেকে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইনের ক্ষমতাবলে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গত ১৩ এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হয়।

৬৫ দিন সামুদ্রিক জলসীমায় যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধকালে জেলেদের জন্য ১৬ হাজার ৭২১ মেট্রিক টন ভিজিএফ বরাদ্দ দেয়া হয়েছে।

এতে বলা হয়, মৎস্য আহরণ নিষিদ্ধকালে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় দেশের উপকূলীয় ১৪টি জেলার ৬৬টি উপজেলায় লাখ ৯৮ হাজার ৫৯৫ জেলে পরিবারকে বরাদ্দ দেয়া হয়েছে।

এর মাধ্যমে প্রতিটি জেলে পরিবার প্রথম ধাপে (২০ মে থেকে ৩০ জুন) মাসিক ৪০ কেজি হারে ৪২ দিনের জন্য মোট ৫৬ কেজি চাল পাবে। ভিজিএফ চাল ১০ জুনের মধ্যে যথানিয়মে উত্তোলন এবং নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণ সম্পন্ন করার জন্য মঞ্জুরি আদেশে নির্দেশনা দেয়া হয়। কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে ভিজিএফ দেয়া যাবে না।

তরিকুল/সিআর/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ