• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘নির্বাচনী সহিংসতা ব্যক্তিগত দ্বন্দ্ব ও জমিজমার বিরোধে’

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ১১:০১ পিএম

‘নির্বাচনী সহিংসতা ব্যক্তিগত দ্বন্দ্ব ও জমিজমার বিরোধে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার বেশির ভাগই ব্যক্তিগত ও গোষ্ঠীগত দ্বন্দ্ব এবং জমিজমা-সংক্রান্ত বিরোধের কারণে হচ্ছে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শনিবার (২৭ নভেম্বর) জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে এটি উত্থাপিত হয়।

আইনমন্ত্রী বলেন, দেশব্যাপী প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠানের পর কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নির্বাচনী সহিংসতার খবর প্রচারিত হয়েছে। অনেক সময় ব্যক্তিগত ও গোষ্ঠীগত দ্বন্দ্ব, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে নির্বাচনের সময় সুযোগসন্ধানী ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু, নারী ও শিশুর ওপর সহিংসতা চালানোর অপচেষ্টা চালায়। এ কারণেও নির্বাচনের সময় অনেক ধরনের সহিংসতার উদ্ভব হয়।

মন্ত্রী বলেন, এ বিষয়ে নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া পুলিশ এ পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে তা কমিশনকে জানানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।

নূর/এএমকে/ডাকুয়া

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ