• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ঘূর্ণিঝড়ের সময় সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৭:০৯ পিএম

ঘূর্ণিঝড়ের সময় সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সাগরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কার কথা তুলে ধরে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০০টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় প্রধানমন্ত্রী কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে। সেটা কেবল তৈরি হচ্ছে, কতটুকু যাবে বলা যাচ্ছে না।

অনুষ্ঠানে ১০০টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ছাড়াও ৩০টি বন্যা আশ্রয় কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ৫টি মুজিব কিল্লার উদ্বোধনসহ ৫০টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

যেকোনো দুর্যোগে ঝুঁকি কমানোর জন্য সবাইকে সচেতন সতর্ক থাকার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘এই সময় ঘরে থাকুন, সুস্থ থাকুন।পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি তাজুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিআর/নূর/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ