• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মালদ্বীপের কারাগার থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে খসড়া অনুমোদন

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৮:১৪ পিএম

মালদ্বীপের কারাগার থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালদ্বীপের কারাগারে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

রোববার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, দীর্ঘদিন ধরে মালদ্বীপের কারাগারে ৪৩ জন দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি রয়েছেন। একই সঙ্গে দেশটিতে ৪০ বাংলাদেশির বিচার চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে গেলে এই চুক্তিটি স্বাক্ষরিত হবে বলেও জানান তিনি।

নূর/ডা

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ