• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ইয়াস মোকাবিলায় প্রস্তুত বিমান বাহিনী

প্রকাশিত: মে ২৫, ২০২১, ০৬:১৭ পিএম

ইয়াস মোকাবিলায় প্রস্তুত বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইয়াস দুর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুত বিমান বাহিনী। জাতীয় যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় দেশের প্রয়োজনে সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনী। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় ইয়াসের জন্য দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদর দফতরের তত্ত্বাবধানেবিএএফ সেন্ট্রাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোলরুমখোলার পাশাপাশি বিভিন্ন ঘাঁটিতে ২৪ ঘণ্টা প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য অপস্ রুম খোলা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ছাড়া দুর্যোগ মোকাবিলায় বিমান বাহিনী রেকি মিশন, সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন এবং মানবিক সহায়তা প্রদানের জন্য বিভিন্ন ধরনের বিমান হেলিকপ্টার প্রস্তুত রেখেছে।

বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

তরিকুল/ওবায়েদ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ