
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৮:২৫ পিএম
জুলাই বিপ্লবের ঘোষণা পত্র, জুলাই সনদ ও বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের ব্যানারে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে অবস্থান কর্মসুচিতে মিলিত হন জুলাই যোদ্ধারা।
এতে বক্তব্য দেন জুলাই যোদ্ধা জিয়াউর রহমান জিয়া, আব্দুল হাকিম, শাহরিয়ার হাবিল ও জাহিনুর ইসলাম।
বক্তারা উল্লেখ করেন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে অর্ন্তবর্তী সরকার গঠিত হয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে এসেছে এই সরকার। এই সরকারের কাছেই আমরা জুলাই সনদ চাই।
জুলাই যোদ্ধা জিয়াউর রহমান জিয়া বলেন, এখোনো জুলাই ঘোষণা পত্র প্রকাশ না হওয়ায় আমরা হতাশ। সরকারকে হুশিয়ার করতে চাই যদি ঘোষণা পত্র প্রকাশ করা না হয় তাহলে অসহযোগ আন্দোলন শুরু হবে।