• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

টিকা না নেয়াদের মৃত্যু বেশি হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ১২:১৭ এএম

টিকা না নেয়াদের মৃত্যু বেশি হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘যারা করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নেননি তাদের মৃত্যু বেশি হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮৫ শতাংশই টিকা নেননি।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ওমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) সভার আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান তৃতীয় ঢেউ মোকাবিলায় অতীতের মতো বেসরকারি হাসপাতালগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘সারা দেশের সরকারি হাসপাতালগুলো শয্যার ২৫ শতাংশ রোগী ভর্তি রয়েছে। ঢাকায় সরকারি হাসপাতালে হাজার শয্যা রয়েছে। এর মধ্যে হাজারের কিছু বেশি রোগী ভর্তি রয়েছেন। বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০০ জনের মতো।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে, বাসার বাইরে মানুষ সেভাবে মাস্ক পরে না। স্বাস্থ্যবিধি মানছে না। ওমিক্রন মাইল্ড হওয়ায় আমরা যদি ইচ্ছামতো চলাফেরা করি তাহলে আমাদেরই ক্ষতি হবে। এখন আমাদের দেশ অনেক ভালো অবস্থায় আছে। আমাদের সব সূচকই ভালো আছে। আমরা যদি ফেল করি তাহলে সূচকগুলো আর ভালো থাকবে না।

এম মবিন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা বিভাগের পরিচালক (শিক্ষা) এইচ এম এনায়েত হোসেন, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. ফরিদউদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান। সময় বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।

নূর/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ