• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সাবরিনাদের মামলার সাক্ষ্য শেষ, পরবর্তী তারিখ ধার্য

প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ১১:০৬ পিএম

সাবরিনাদের মামলার সাক্ষ্য শেষ, পরবর্তী তারিখ ধার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডা. সাবরিনা চৌধুরীসহ জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এরপর আদালত আগামি ২২ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় অভিযুক্ত তারা।

বৃহস্পতিবার ( মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা শেষ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান।

এর আগে, গত ২৫ জানুয়ারি লিয়াকত আলীর আদালতে জবানবন্দি প্রদান করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা রেন। তবে ওইদিন তা শেষ হয়নি। নিয়ে মামলাটিতে ২৩ জনের সাক্ষ্য শেষ হলো।

করোনার নমুনা নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয় ডা. সাবরিনা তার স্বামীর প্রতিষ্ঠান জেকেজি হেলথকেয়ার। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। অভিযোগে ২০২০ সালের ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়।

এনএম

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ