• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু

প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৫:০১ পিএম

ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের হার কমতে থাকায় শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। কিন্তু এতদিন স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রি করা বন্ধ থাকলেও তা মঙ্গলবার ( মার্চ) থেকে শুরু হয়েছে।

এর আগে সোমবার ( মার্চ) থেকে ট্রেনের আসনবিহীন টিকিট বিক্রির ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের পরিচালক ট্রাফিক (কমার্শিয়াল) মো. নাহিদ হাসান খান এক অফিস আদেশে জানান, ঘোষণা অনুযায়ী মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে।

এক আদেশে রেল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ রেলওয়েতে চলাচল করা কিছু ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে দেশে আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি শুরু হয়। হ্রাসকৃত টিকিটের ৫০ শতাংশ মোবাইল অ্যাপ বা অনলাইনে এবং বাকিটা কাউন্টার থেকে কেনা যাবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। এরপর সংক্রমণ পরিস্থিতি শিথিল হলে গত ফেব্রুয়ারি থেকে সব আসনে যাত্রী পরিবহন শুরু হয়।

এনএম/এফএ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ