• ঢাকা রবিবার
    ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

গাইবান্ধায় জামায়াত নেতার বাড়ীঘর ভাঙচুর করলেন আওয়ামী লীগ নেতা!

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৯:৫৩ পিএম

গাইবান্ধায় জামায়াত নেতার বাড়ীঘর ভাঙচুর করলেন আওয়ামী লীগ নেতা!

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় আতিকুর রহমান রাজু নামের এক জামায়াত নেতার বাড়ীঘর ভেঙে দিয়েছে আওয়ামী লীগ নেতা ও তার দুই ছেলে।

রোববার (১০ আগস্ট) সকালে গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ঝাকুয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

আতিকুর রহমান রাজু ওই গ্রামের মৃত আব্বাস আলী মুন্সির ছেলে। তিনি জামায়াতে ইসলামীর রুকন (সদস্য)। রাজু বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা সদর উপজেলা সভাপতি ছিলেন।

অভিযুক্তরা হলেন লক্ষীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান আজাদ এবং তার দুই ছেলে শামসুজ্জামান শামীম ও সৌরভ হাসান শাকিল।

জানা যায়, দীর্ঘদিন ধরে জামায়াত নেতা আতিকুর রহমান রাজুর সাথে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান আজাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে রোববার সকালে আতিকুর রহমান রাজুর বাড়ীঘর ভাঙচুর করা হয়। এতে বাড়ীঘর ও আসবাবপত্রসহ নানা জিনিস নষ্ট হয়েছে।

পরে জামায়াত নেতা রাজু ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জামায়াত নেতা রাজুর স্ত্রী মুঞ্জুরী বেগম বলেন, ‘আমার স্বামী ও আমি দুজনেই জামায়াতে ইসলামীর রুকন (সদস্য)। তাই আমাদের ওপর দীর্ঘদিন থেকে ওই আওয়ামী লীগ নেতা হয়রানি করছেন, মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। আজ হঠাৎ আমাদের বাড়ীঘর ভাঙচুর করলেন। আমরা সুষ্ঠু বিচার চাই।’

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান আজাদের ছেলে শামসুজ্জোহা শামীম বলেন, ‘আমরা মামলা করেছি। পুলিশ বলেছে, আপনাদের জায়গায় যে ঘরটা আছে, সেটা একটু সরিয়ে নিতে হবে। তাই আমরা আজ সরিয়ে দিচ্ছি।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম শাহিন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আর্কাইভ