 
              প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০৮:৫২ এএম
 
                 
                            
              রাজধানী ঢাকার উত্তরায় ট্রেনে কাটা পড়ে রাফিন আহমেদ (১৯) নামক এক কলেজশিক্ষার্থী মৃত্যু বরণ করেছেন। এই মর্মান্তিক মৃত্যু ঘটে তার।উত্তরার কসাইবাড়ি এলাকায় শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
রাফিন দক্ষিণখান গাওয়াই বাড়ির বাসিন্দা ছিলেন এবং উত্তরার মাইলস্টোন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কামরুল হাসান গণমাধ্যমকে জানান, দুপুরে কসাইবাড়ি এলাকার রেললাইন পার হচ্ছিলেন রাফিন। এ সময় ট্রেন আসতে দেখে আশেপাশের লোকজন তাকে চিৎকার করে সতর্ক করে দিচ্ছিল। কিন্তু কানে হেডফোন থাকায় তিনি তা শুনতে পাননি। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
মরদেহ উদ্ধারের সময় তার কানে হেডফোন ছিল।
এসএএস
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      