 
              প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৮:১৩ পিএম
 
                 
                            
              অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি হাবিবুর রহমান। সোমবার (১০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা রেঞ্জের আইজিপি হাবিবুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ট্যুরিস্ট পুলিশ ইউনিট ঢাকায় রেক্টর করা হয়েছে।
হাবিবুর রহমান বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা। তিনি ঢাকা রেঞ্জ ডিআইজি (উপ মহাপরিদর্শক) হিসেবে বাংলাদেশ পুলিশে দায়িত্বরত রয়েছেন। এর পূর্বে তিনি ঢাকাস্থ সদর দফতরে উপ-মহাপরিদর্শক (প্রশাসন-ডিসিপ্লিন) হিসেবে দায়িত্বরত ছিলেন।
হাবিবুর রহমান ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৭তম বিসিএসে তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার জন্য তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। পেশাগত কাজের বাইরে তিনি একজন ক্রীড়া সংগঠক। বাংলাদেশ কাবাডি ফেডারেশন সেক্রেটারি এবং এশিয়ান কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি এই পুলিশ কর্মকর্তা।
এএস/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      