 
              প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ০৩:৩৯ পিএম
 
                 
                            
              গাজীপুরে গ্যাস সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যান বিস্ফোরণে দগ্ধ আরও এক জন মারা গেছেন। সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. পারভেজ (৩১) নামের ব্যক্তির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন বলেন, ‘গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) পারভেজের মৃত্যু হয়। তার শরীরের ৮৬ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মিঠু নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল। আরও তিনজনের চিকিৎসা চলছে। তদের অবস্থাও আশঙ্কাজনক।’
গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
এএস/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      