 
              প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ১১:৫২ পিএম
 
                 
                            
              সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ নভেম্বর) রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে একটি মিছিল থেকে তার গাড়িতে হামলার খবর পাওয়া গেছে।
জানা গেছে, পল্টন এলাকা হয়ে গাড়িতে করে যাওয়ার সময় একটি মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা করা হয়। এ সময় গাড়ি ভাঙচুর ও তার সঙ্গে থাকা সরকারি গানম্যানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, `আমরা এ রকম একটি হামলার খবর পেয়েছি। উনাকে (মানিক) আসতে বলা হয়েছে। তিনি আসুক। তার পরে শুনি দেখি কি ঘটেছে।`
এসএএস
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      