 
              প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৩:৪০ এএম
 
                 রাজধানীর পল্লবীতে স্বামী খুন হওয়ার ৮ মাসের মাথায় এবার খুন হলেন স্ত্রী। গত ফেব্রুয়ারিতে জাহিদ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এর ৮ মাসের মাথায় খুন হলেন তার স্ত্রী বাবলি (১৯)। শনিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
রাজধানীর পল্লবীতে স্বামী খুন হওয়ার ৮ মাসের মাথায় এবার খুন হলেন স্ত্রী। গত ফেব্রুয়ারিতে জাহিদ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এর ৮ মাসের মাথায় খুন হলেন তার স্ত্রী বাবলি (১৯)। শনিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের বাসা পল্লবীর বেনারসী পল্লী এলাকায়।
নিহত জাহিদের মা সাংবাদিকদের বলেন, জাহিদের বাসায় তার স্ত্রীরে কে বা কারা হত্যা করেছে। আমরা লাশের কাছে রয়েছি। পুলিশকে খবর দেয়া হয়েছে।
পল্লবী থানার অফিসার্স ইনচার্জ পারভেজ ইসলাম বলেন, আমরা এ ধরনের একটি খবর পেয়েছি। ঘটনাস্থলের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি।
প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি রাত অনুমানিক ১০টার দিকে মিরপুরের ১১নং সেকশনের একটি টেম্পু স্ট্যান্ডে ইমান আলী নামে এক টেম্পুচালক বসে বসে গাঁজা খাচ্ছিলেন। এ সময় নিহত জাহিদের ছোট ভাই মিরাজ প্রতিবাদ করে। এতে ইমান আলী ক্ষিপ্ত হয়ে মিরাজকে মারধর করে। মিরাজ বিষয়টি জাহিদকে জানালে জাহিদ তার সহযোগীদের নিয়ে ইমান আলীকে পাল্টা মারধর করে। ইমান আলী মার খেয়ে বিষয়টি তার চক্রের ইমরান ও জসিমকে জানায়। ইমানকে মারধর করার কারণে জসিম ও ইমরান তাদের সহযোগীদের নিয়ে ঘটনার দিন প্রথম দফা রাত ৮টার দিকে জাহিদকে মারধর করে। পরবর্তী সময়ে রাত ৮টার দিকে আবারও তারা চাপাতি-ছুরি নিয়ে জাহিদের ওপর আক্রমণ করে। চাপাতি ও ছুরির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা যায় জাহিদ। এ ঘটনায় র্যাব ও ডিবি ঘটনার সঙ্গে জড়িত জসিমসহ ৫ জনকে গ্রেফতার করে। বর্তমানে মামলাটি আদালতে চলমান ।
আইএ/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      