• ঢাকা শুক্রবার
    ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

বুয়েট ছাত্র পরশ হত্যার ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ১০:৫৫ এএম

বুয়েট ছাত্র পরশ হত্যার ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যার ঘটনায় একজনের নাম উল্লেখ করে কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রামপুরা থানায় মামলাটি করা হয়।

এর আগে নিখোঁজের তিন দিন পর সোমবার (৭ নভেম্বর) রাতে শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জ থানাধীন বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদী থেকে পরশের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

প্রসঙ্গত, রাজধানীর রামপুরা থেকে নিখোঁজ হন পরশ। নিখোঁজের পর পরশের বাবা রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম-সম্পাদক ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে পরশ সবার বড়।

এআরআই/এএল

আর্কাইভ