• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো এপিবিএন অধিনায়ক আলী হোসেনকে

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০৬:২৪ পিএম

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো এপিবিএন অধিনায়ক আলী হোসেনকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে খুলনা তৃতীয় এপিবিএন’র অধিনায়ক এসপি মো. আলী হোসেন ফকিরকে। বর্তমানে তিনি পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত আছেন।

বুধবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার চাকরিচ্যুতির কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।

প্রজ্ঞাপনে বলা হয়- মো. আলী হোসেন ফকিরকে জনস্বার্থে চাকরি হতে অব্যাহতি দেয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ গত ৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে লিয়েনে কর্মরত উৎপল দত্ত নামে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় সরকার। বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা ছিলেন তিনি।

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ