• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপি চায় কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে, পুলিশ বলেছে বাঙলা কলেজ

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৪:০৫ এএম

বিএনপি চায় কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে, পুলিশ বলেছে বাঙলা কলেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি প্রতিনিধি দল। বৈঠকে সমাবেশের জন্য নয়া পল্টন দলীয় কার্যালয়ের সঙ্গে নতুন করে কমলাপুর স্টেডিয়াম মাঠের নাম প্রস্তাব করেছে বিএনপি।

তবে ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে নতুন করে মিরপুর বাংলা কলেজ মাঠের নাম প্রস্তাব করা হয়েছে।

ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, ‘আজ রাতেই বিএনপি প্রতিনিধি দল বাংলা কলেজ ও কমলাপুর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করবে। এরপর সিদ্ধান্ত হবে কোথায় সমাবেশ করা হবে।’

আরও পড়ুন: বিকল্প স্থান নিয়ে বিএনপিকে আলোচনার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

এর আগে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি সদর দফতরে প্রবেশ করে।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

 

বিস্তারিত আসছে...

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ